জাতীয় নির্বাচন উপলক্ষে ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৩ সেপ্টেম্বর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ।
তিনি বলেন, ইউএনডিপির মাধ্যমে বডি ক্যামেরাগুলো কেনা হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
ড. সালেহউদ্দীন আহমেদ বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় ব্যয় হবে। এ ক্ষেত্রে ইউএনডিপির ক্যামেরার মান নিশ্চিত করা হবে।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, প্রস্তুতির দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকার শুধু সহযোগিতা করছে।
নির্বাচন উপলক্ষে ব্যয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর পরিমাণ কয়েক শ কোটি টাকা হতে পারে।
বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে গ্রেড ওয়ান থেকে গ্রেড টু করা হবে। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অকটেন কেনার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।