কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত পাঁচ

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৫ নভেম্বর) : কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মালুমঘাট এলাকায় মার্সা পরিবহনের বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতরা চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ