কানাডার ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৬ অক্টোবর) : কানাডার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়িয়ে দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, বিজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার কথা ছিল, কিন্তু কানাডা তা গত রাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালে প্রচার হতে দিয়েছে, জেনেও যে এটি একটি প্রতারণা।
তিনি আরও লেখেন, তথ্য বিকৃত করা এবং শত্রুতামূলক আচরণের কারণে, কানাডার ওপর বর্তমানে যে হারে শুল্ক আরোপিত আছে, তার ওপর অতিরিক্ত ১০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।
বিতর্কিত এই বিজ্ঞাপনটি তৈরি করেছে কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার। এতে ১৯৮০–এর দশকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটি বক্তৃতার অংশ ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন।
আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, অন্টারিও সরকারের প্রচারিত বিজ্ঞাপনে ব্যবহৃত রেগানের বক্তব্যগুলো আসল ভাষণের অংশ হলেও, সেগুলোর ক্রম পরিবর্তন করা হয়েছে।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্র এই সপ্তাহে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও সরকার রেগানের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেছে এবং এর মাধ্যমে ট্রাম্পের শুল্কনীতিকে ঘিরে আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব ফেলতে চেয়েছে।
তবে শুক্রবার অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে পরামর্শের পর তারা সোমবার থেকে যুক্তরাষ্ট্রে প্রচার অভিযান সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করা যায়।
ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন পথে এগোবে এবং শুল্ক নীতির প্রভাব সম্পর্কে আলোচনার সূচনা করা। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি, কারণ আমাদের বার্তা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে।’
তিনি আরও জানান, সপ্তাহান্তে আমাদের দল যুক্তরাষ্ট্রের দর্শকদের সামনে এই বার্তা রাখবে, যাতে আমরা ওয়ার্ল্ড সিরিজের প্রথম দুই ম্যাচে বিজ্ঞাপনটি প্রচার করতে পারি।
শনিবার ট্রাম্পের ঘোষণার পরও কানাডার কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করছেন। এতে কানাডার মতো দীর্ঘদিনের মিত্র দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে।
