সনদ বাস্তবায়নে আজ নতুন দিকনির্দেশনা দিতে পারে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ অক্টোবর) : ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারির উদ্যোগ নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই আদেশকে আইনগত ভিত্তি দিতে জনগণের মতামত যাচাইয়ের লক্ষ্যে গণভোট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কমিশনের পক্ষ থেকে আজ রবিবার (২৬ অক্টোবর) সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশপত্র জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। তার আগে আজ আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সনদ বাস্তবায়নের কৌশল ও আইনি কাঠামো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন। সংসদ ভবনের এলডি হলের কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

দীর্ঘ আলোচনায় সনদ বাস্তবায়নের সম্ভাব্য প্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ হয়। আগের বৈঠকে অসমাপ্ত থাকা বিষয়গুলোর ওপরও মতবিনিময় করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কমিশন এখন একটি পূর্ণাঙ্গ সুপারিশপত্র চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে, যা খুব শিগগিরই সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে তারা।

এ আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়নপদ্ধতি ও কাঠামো নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সনদ বাস্তবায়নের বাস্তবধর্মী দিকগুলো খতিয়ে দেখা হয় এবং সরকারের জন্য উপযোগী সুপারিশ তৈরি করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ