নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক প্রেস সচিবের ছোট ভাই

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ অক্টোবর) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই আবু নছর মোহাম্মদ আবদুল্লাহকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি চলতি সেপ্টেম্বরেই দায়িত্ব গ্রহণ করেছেন।

বর্তমানে আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা উইং-১ এর যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদটি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুক্ত হলো। এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি এএইচএম কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। কামরুজ্জামান সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি সরকারের ওপর কোনো ধরনের প্রভাব খাটাইনি। এ পদে নিয়োগের বিষয়ে আমি এলজিআরডি উপদেষ্টা, নিয়োগকারী কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব বা সরকারের অন্য কোনো উপদেষ্টা কিংবা সচিবকে একটি ফোনও করিনি।

তিনি আরও বলেন, আমার ভাই সরকারের একজন যুগ্মসচিব এবং তিনি এলজিআরডি মন্ত্রণালয়েই কর্মরত। পূর্ণাঙ্গ দায়িত্বের পাশাপাশি তাকে এনসিসির অস্থায়ী প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার প্রভাব খাটানোর প্রশ্নই আসে না।

আমার ভাই জার্মানি থেকে এমএস, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। তিনি যোগ্য কর্মকর্তা। তার জন্য আমাকে লবিং করতে হয়নি। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করিনি, যোগ করেন তিনি।

এর আগে, গত ৩১ আগস্ট এনসিসির প্রশাসক হিসেবে নছর মোহাম্মদ আব্দুল্লাহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগের আদেশ পান। নিয়োগ আদেশের একদিন পর তিনি ১ সেপ্টেবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যোগ দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ