দেশের দর্শক ফেরাতে আসছে দীপ্ত টিভি

 

 

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: আগামী ১৮ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সম্প্রচারের অপেক্ষায় থাকা দেশীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। এ উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর র্ফামগেটে অবস্থিত ডেইলি স্টার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, দেশে বর্তমানে টেলিভিশন দর্শকদের সিংহভাগই ভারতীয় বিভিন্ন চ্যানেলে দেখে। এদের দেশীয় চ্যানেলমুখী করবে দীপ্ত টিভি।

সংবাদ সম্মেলনে চ্যানেলটির অনুষ্ঠান সম্পর্কিত সার্বিক পরিকল্পনা ও প্রচারের খবর তুলে ধরেন কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা উরফী আহমেদ, বার্তা প্রধান নাজমুল আশরাফসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এতে জানানো হয়, দেশীয় চ্যানেল বিমুখ দর্শকদের  ফিরিয়ে আনতে দীপ্ত টিভি নিয়ে আসছে বেশ কয়েকটি মেগা সিরিয়াল। প্রাথমিক অবস্থায় তিনটি মেগা সিরিয়াল সপ্তাহে ৬ দিন প্রচারিত হবে। এর মধ্যে আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‘বালুচরী’ অবলম্বনে নির্মিত মেগা সিরিয়াল ‘অপরাজিতা’। হার না মেনে, পরাজিত না হয়ে কীভাবে একজন নারী এই সমাজের সমস্ত বাধা-বিপত্তিকে জয় করে সেই গল্পই দেখানো হয়েছে এই নাটকের। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নতুন মুখ মন্দিরা।

এদিকে ঢাকা শহরের একটি যৌথ পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, আর পাওয়া না পাওয়ার ভিড়ে ভালবেসে হারিয়ে ফেলা একজনের স্মৃতির খোঁজ নিয়ে দীপ্ত টিভিতে আসছে মেগা সিরিয়াল ‘খুঁজে ফিরি তাকে’। এখানে মূল চরিত্র বনানীর নাম ভূমিকায় দেখা যাবে রিক্তাকে।

আর গ্রামের এক সহজ-সরল-সাধারণ মেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পালকি’। সাধারণ মেয়ে পালকির অসাধারণ নারী হয়ে ওঠার গল্প নিয়ে দীপ্ত টিভিতে হাজির হচ্ছে এই মেগা সিরিয়ালটি। পালকি নাম ভূমিকায় অভিনয় করেছেন স্নিগ্ধা।

ধারাবাহিক নাটকের পাশাপাশি বিদেশি ভাষার বিখ্যাত টিভি সিরিজগুলো বাংলায় ভাষান্তর করে দেখাতে যাচ্ছে দীপ্ত টিভি। পৃথিবী ব্যাপি প্রায় ৬০টিরও বেশি দেশে প্রচারিত ও সমাদৃত বিখ্যাত তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ আসছে দীপ্ত টিভির পর্দায়। অটোমান সাম্রাজ্যের রোমাঞ্চকর সময় আর ধ্রুপদী প্রেমের আখ্যান নিয়ে সপ্তাহে ৬ দিন দেখা যাবে সুলতান সুলেমানকে।

দীপ্ত টিভির কর্মকর্তারা জানান, কেবল বড়দের জন্যই না, দীপ্ত টিভি নিয়ে আসছে ছোটদের জন্যও দারুণ সব বিনোদন। শিশু-কিশোর আর কার্টুনভক্ত সব বয়সী দর্শকদের জন্য দীপ্ত টিভিতে বাংলায় ডাবিং করে প্রচারিত হবে ‘বেনটেন আর দ্য পাওয়ারপাফ গার্লস’।

এছাড়া দীপ্ত টিভিতে রয়েছে কৃষি বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান। রয়েছে মর্নিং শো- সাত সকালের আড্ডা। থাকছে গানের অনুষ্ঠানসহ আরো অনেক কিছু। আর এসবের মধ্যে দেশ বিদেশের সর্বশেষ খবর নিয়ে থাকছে দীপ্ত টিভির নিয়মিত সংবাদ পরিবেশনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ