খালেদার সঙ্গে বৈঠক করেছেন মজীনা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী এটিই বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ। যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আনুষ্ঠানের বিষয়ে বৈঠকে আলাপ হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়াপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

এর আগে সকালে রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত সংলাপে বসার জন্য দেশের বড় দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নতুন করে নির্বাচন আয়োজনেরও তাগিদ দিয়ে তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ বিষয়ে আমেরিকার যে অবস্থান ছিল তা এখনো বহাল আছে। বাংলাদেশ বিষয়ে আমেরিকার অবস্থানের পরিবর্তন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ