মজুরী বোর্ডের ঘোষনা মেনে নেওয়া হবে

BGMEA atikul islam বিজিএমইএ আতিকুল ইসলামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পোশাক শিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামোর জন্য সরকারে গঠিত মজুরী বোর্ডর ঘোষনা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

রোববার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শ্রমিকদের দাবির মুখে প্রায় দু’মাস আগে সরকার এই বেতন বোর্ড ঘোষনা করে।
বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের দাবির কারণে যৌক্তিক একটি বেতন কাঠামো ঘোষনার লক্ষে বেতন বোর্ড ঘোষনা করা হয়। এই বেতন বোর্ড শ্রমিকদের জন্য নূন্যতম যে বেতন কাঠামো ঘোষনা করবে তা একটু কষ্ট হলেও মেনে নেওয়া হবে। কারণ এছাড়া আমাদের আর কোন পথ খোলা নাই।
আতিকুল ইসলাম বলেন, শ্রম মন্ত্রীর সঙ্গে আমাদের আজকের বৈঠকে বলেছি, শ্রমিকদের নামে আন্দোলনে যারা লুঙ্গি পরে মাথায় লাল ফিতা বাঁধা ছিল, তারা আসলে কারা, তা খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছি। বিজিএমইএ সভাপতি পোশাক শিল্প নিয়ে কাউকে রাজনীতি না করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ