তারেক রহমানের পরিকল্পনা দেশ ও মানুষের জন্য: সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৫ জানুয়ারি) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন ‘আই হেভ এ প্ল্যান। অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে- এ দেশের জন্য দেশের মানুষের জন্য। সে পরিকল্পনা তিনি বলবেন।

রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই চট্টগ্রাম থেকেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমর করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা তারেক রহমানের হাতে। আমাদের স্লোগান- সবার আগে বাংলাদেশ। এই পতাকাকে সমুন্নত রাখতে হবে।’

তিনি বলেন, ‘তারেক রহমান এদেশের লক্ষ কোটি বেকারের জন্য বেকার ভাতা প্রদান করবেন নির্দিষ্ট সময়ের জন্য। তিনি কৃষকের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামেলি কার্ড প্রবর্তন করবেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করবেন, কর্মের খাত সৃষ্টি করবেন। এভাবে মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর- বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমরা জনশক্তি সৃষ্টি করতে পারি, সেরকম একটি আগামীর বাংলাদেশ সৃজন করবেন।’

তিনি আরও বলেন, ‘শহিদের প্রত্যাশা অনুযায়ী, এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, ২৪-এর ছাত্র গণ-অভ্যত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই বাংলাদেশ বিনির্মানে ইনশাআল্লাহ আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করব। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখব। আমাদের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ও সম্বৃদ্ধ বিকশিত বাংলাদেশ সৃষ্টিতে সহায়তা করব।’

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ