ভাবনার ‘স্টানিং লুক’
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ জানুয়ারি) : অভিনয়ের পাশাপাশি নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয় নিয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার থাইল্যান্ড থেকে প্রকাশ করা একগুচ্ছ ছবি নিয়ে আবারও নেটিজেনদের নজর কাড়লেন এই তারকা। বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় অবস্থান করছেন ভাবনা। সেখানকার সমুদ্রসৈকত থেকে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাক ও সানগ্লাসে ধরা দিয়েছেন অভিনেত্রী, যেখানে ফুটে উঠেছে তার এক ‘স্টানিং লুক’। সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। কখনো আনমনে তাকিয়ে, আবার কখনো মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন ভাবনা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া।’—যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ক্যারিয়ারের শুরুতে ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন আশনা হাবিব ভাবনা। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।
মনোয়ারুল হক/
