কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জানুয়ারি) : দেশের বাজারে স্বর্ণের দাম কমার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টা থেকে নতুন এই দর কার্যকর হয়।

সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে টানা তিন দফা বড় উত্থানের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় বাজুস ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয়, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ানোর কথা ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। তবে সেই দাম কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আগের কমতির দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণের দাম।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ