ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২২ জানুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পছন্দের প্রার্থী, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ধানের শীষের কান্ডারি আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে শ্রীপুরবাসী বিপুল ভোটে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আলহাজ্ব মনোয়ার হোসেন খান নির্বাচিত হলে শ্রীপুর উপজেলা থেকে মাদক, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও সন্ত্রাসের মূল শিকড় উৎপাটন করা হবে। পাশাপাশি মাগুরা ও শ্রীপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে এবং যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে তাঁর ছোট ভাই মাগুরা সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান খলিল, মাসুদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ