শাকিব খানের শিডিউলে নেই রায়হান রাফি

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ জানুয়ারি) : ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছিলেন ‘তুফান। ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করে সাফল্য পায়। পরে গেল বছরে তিনি নির্মাণ করেন ‘তাণ্ডব নামের আরেকটি সিনেমা। সেটিও বেশ আলোচনা তৈরী করে।

তবে ‘তুফান’মুক্তির পর থেকে দু বছর ধরে এর সিকুয়েল দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। কয়েকদিন পর পর ‘তুফান ২’ নিয়ে ছড়ায় নানা গুঞ্জন। সেই আলোচনায় নতুন করে ঘি ঢালতে সম্প্রতি পরিচালক রাফী একটি পডকাস্টে বলেছেন, ২০২৭ সালেই ‘তুফান ২’ আসবে, চলতি বছরে শুটিং শুরু হবে।

তবে খোঁজ নিয়ে যানা যায়, ‘তুফান ২’ নিয়ে শাকিব খান ও রায়হান রাফীর সঙ্গে তেমন কোনো ফলপ্রসূ আলোচনাই হয়নি। রাফীর এই দাবি মোটেও সত্য নয় বলে জানিয়েছে শাকিবের ঘনিষ্ঠসূত্র।

জানা গেছে, ‘তুফান’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শাকিবের অন্য সিনেমা নিয়ে আলাপ আলোচনা চলমান থাকলেও সেখানে নেই রায়হান রাফী।

শাকিবের বিশ্বস্ত ওই সূত্রটি আরো জানায়, ২০২৬ ও ২০২৭ সালে রাফীকে কোনো শিডিউল দেননি শাকিব খান। বাংলাদেশের অন্যান্য নির্মাতাদের সঙ্গে এই তারকা অভিনেতার নতুন সিনেমা নিয়ে আলাপ হলেও সেই শিডিউলের তালিকায় রায়হান রাফী নেই। তাই সূত্র জানাচ্ছে, আপাপত ‘তুফান ২’ হচ্ছে না।

২০২৫ সালের তুমুল জনপ্রিয় সিনেমা ‘বরবাদ’র পরিচালক মেহেদী হাসান হৃদয়কে দিয়ে নতুন ক্যারিশমা দেখিয়েছিলেন শাকিব খান। এই সিনেমাটি গেল কয়েকবছরের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় বলে মনে করেন দর্শকরা।শোনা যাচ্ছে, আগামীতেও একাধিক নতুন নির্মাতা রয়েছেন শাকিবের লাইনআপে, যারা শাকিবকে ভিন্নভাবে এবং নতুনভাবে হাজির করতে প্রি-প্রডাকশনে লেগে পড়েছেন। তাদের মধ্যে একেবারেই নেই রায়হান রাফী।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ