অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (১২ জানুয়ারি) : সরকারের ব্যর্থতার কারণে দেশে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা খুব উদ্বিগ্ন। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়েছে বলে আমার কাছে মনে হয় না।’

তবে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো মনে হলেও প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরু হলে’। তার আগে পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

বিএনপিকে একটি পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি দাবি করেন, এ দেশের অর্জন করা ভালো উদ্যোগ ও উন্নয়নের বড় একটি অংশ বিএনপির মাধ্যমেই এসেছে।

গণভোটের প্রচারণা কম হচ্ছে, এক সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, ‘গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। জনগণের দায়িত্ব হলো ভোট দেওয়া।’

নদীর পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। পারস্পরিক সম্মান ও মিচুয়াল রেসপেক্ট বজায় রেখে বাংলাদেশের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করা হবে।

ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তিনি নিজেও ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে রাজনীতিতে সক্রিয় থাকলেও ক্রিকেট দেশের সম্মানের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমানের ঘটনাকে দেশের জন্য অপমানজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম বলে মনে করি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ