সময়মতো সার না পেয়ে চরম ভোগান্তিতে হাজারো কৃষক
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (১০ ডিসেম্বর) : মাগুরার শ্রীপুর উপজেলায় এবার শীতকালীন ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে মৌসুমের এ গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো কৃষক। অভিযোগ রয়েছে উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নের স্থানীয় ডিলার কালাম ট্রেডার্স–এর গুদামে পর্যাপ্ত সার মজুত থাকলেও তা সাধারণ কৃষকদের দেওয়া হচ্ছে না।
কৃষকদের দাবি, প্রতিদিন ভোর থেকে সার নিতে লাইনে দাঁড়াতে হলেও অধিকাংশ সময় খালি হাতেই ফিরতে হচ্ছে। অথচ পরে জানা যায়, একই সার অন্য সময়ে বিশেষ কিছু ব্যক্তির কাছে অথবা অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় অনেক কৃষক জানান, শ্রীপুরে শীত মৌসুমে পেঁয়াজের বেশি চাষ হয়। কিন্তু সার না পাওয়ায় পেঁয়াজের পাশাপাশি অন্য আবাদেও সময়মতো জমিতে প্রয়োগ করতে পারছি না। এতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষকদের দাবী “ডিলারের কাছে সার আছে, এটা সবাই জানে। কিন্তু আমাদের মতো সাধারণ কৃষককে দেওয়া হয় না। পরিচিত লোক বা দালালের মাধ্যমে সার নিতে হচ্ছে।”
এ বিষয়ে কালাম ট্রেডার্স-এর মালিক মোঃ কালাম জোয়ার্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
তবে স্থানীয় কৃষি অফিস বলছে, বাজারে সার সংকট নেই, বরং অনিয়মের কারণে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন। এদিকে জরুরি ভিত্তিতে সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত না হলে জেলার ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।
মনোয়ারুল হক/
