পদত্যাগ নয়, নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ ডিসেম্বর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সাফল্যের বর্ণনা তুলে ধরেন আসিফ মাহমুদ।
তিনি নির্বাচন করবেন কি না এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবে বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন’।
পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করব’।
দুই একদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, আমাকে সেটা ফলো করতে হয়’।
মনোয়ারুল হক/
