কাজ সংকটের কারণে শিল্পীরা দেশের বাইরে চলে যাচ্ছেন: মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ ডিসেম্বর) : বিনোদন জগতের অনেক তারকা কাজ সংকটের কারণে দেশের বাইরে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢালিউডের চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।

তিনি বলেছেন, কাজ সংকটের কারণে ইন্ডাস্ট্রির অনেক শিল্পী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। কেউ স্থায়ীভাবে বসবাস শুরু করছেন, আবার কেউ দেশে এসে সীমিত পরিসরে কাজ করছেন। কিন্তু কেন এভাবে দেশ ছাড়ছেন তারকারা? সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেছেন মিশা সওদাগর।

কাজের সংকটই তারকাদের বিদেশে যাওয়ার সবচেয়ে বড় কারণ বলে জানিয়েছেন এ খল-অভিনেতা। তিনি বলেন, কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? একটা সময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং করেছি। এখন সেই এফডিসি প্রায় বন্ধ।

মিশা বলেন, যে শিল্পীরা দেশ ছেড়েছেন, তাদের কি কারও মন চাইছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বোসহ অনেকেই চলে গেছেন। মাহিয়া মাহিও এখন যুক্তরাষ্ট্রে। কাজ থাকলে তারা কেউ-ই যেত না। নিজের কথাও উল্লেখ করে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, আমার পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। আমিও বছরের বড় একটা সময় সেখানে থাকি।

তিনি বলেন, বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ পাওয়া যায়। পরিবার নিয়ে টিকে থাকা যায়। তাই অনেকেই বাধ্য হয়ে দেশ ছাড়ছেন। এটা তাদের দোষ নয়, বরং পরিস্থিতির চাপ বলে জানান মিশা সওদাগর।

এ খল-অভিনেতা বলেন, স্থানীয় চলচ্চিত্রশিল্পে কাজের পরিমাণ বাড়লেই তারকারা আবার দেশে ফিরে আসবেন। কিন্তু কাজই যদি না থাকে, ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তখন একজন শিল্পী কী করবে?

শিল্পীদের জীবনযাত্রার চাপ নিয়ে মিশা সওদাগর বলেন, শিল্পীদের কাজ থাকুক বা না থাকুক, অনেক কিছুই মেইনটেইন করতে হয়। চেহারা, পোশাক, গাড়ি, মোবাইল এবং ঘরের পরিবেশ সব কিছুতেই একটা মান ধরে রাখতে হয়। আমরা কাজ করি পরিবারের জন্য, বেঁচে থাকার তাগিদে- এমনটা জানান মিশা সওদাগর।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ