দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসর নিতে চান সাকিব
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ ডিসেম্বর) : গত বছর অবসর নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে খেলে অবসর নিতে চাইলেও রাজনৈতিক কারণে তা আর সম্ভব হয়নি। তবে সেই ইচ্ছে আবার পোষণ করলেন সাকিব।
দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার জানালেন, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সংস্করণ থেকে অবসর নেননি তিনি। দেশে ফিরে সব সংস্করণে অন্তত একটি সিরিজ খেলে অবসর নিতে চান তিনি।
সম্প্রতি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে এ কথা জানান সাকিব। পডকাস্টের সঞ্চালক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা।
পডকাস্টে সাকিব বলেন, ‘আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে যাওয়া, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা-ওডিআই, টেস্ট এবং টি-টোয়েন্টি- তারপর অবসর নেওয়া। এটাই আমার পরিকল্পনা।’
পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই, সব ফরম্যাট থেকেই একটি সিরিজের মাধ্যমে অবসর নিতে। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে, তারপর ওডিআই, তারপর টেস্ট- অথবা টেস্ট-ওডিআই ও টি-টোয়েন্টি। দুইভাবেই আমার ঠিক আছে।’
বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে খেলতে পারার বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি আশাবাদী, আমার মনে হয় এটা সম্ভব হবে।’
গত বছরের সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না বলে জানিয়েছিলেন সাকিব। এরপর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ নিয়ে পক্ষে-বিপক্ষে আন্দোলন হয়। ফলে শেষ পর্যন্ত সাকিবকে স্কোয়াডে রাখেনি বিসিবি। এবার তিনি দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করলেন।
মনোয়ারুল হক/
