থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষে থাই সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ ডিসেম্বর) : থাইল্যান্ডের বিতর্কিত সীমান্তে কম্বোডিয়ান সেনাদের হামলায় এক থাই সেনা নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) থাই সেনাবাহিনী এ তথ্য জানায়।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা গুলি চালানোর কথা অস্বীকার করে দাবি করেন, থাই বাহিনী আক্রমণ করে। তবে কম্বোডিয়ান সেনারা প্রতিশোধ নেওয়া থেকে বিরত ছিল।
থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি এক বিবৃতিতে বলেন, ‘সোমবার ভোরে উবোন রাতচাথানি প্রদেশে কম্বোডীয় সেনারা থাই বাহিনীর ওপর গুলি চালায়, যার ফলে একজন থাই সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি।’
এদিকে কম্বোডিয়ার আক্রমণ মোকাবেলায় বেশ কয়েকটি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করেছে থাইল্যান্ড। থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ান সেনাদের হামলার পর এই হামলা চালানো হয়।
থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, গতকাল রবিবার সীমান্তবর্তী সি সা কেট প্রদেশে একটি রাস্তা উন্নয়ন প্রকল্পে কর্মরত প্রকৌশলীদের সুরক্ষার জন্য মোতায়েন করা থাই সেনাদের ওপর কম্বোডিয়ান সৈন্যরা গুলি চালায়। এরপর থাই বাহিনী পাল্টা গুলি চালায় এবং ১৫-২০ মিনিট ধরে সংঘর্ষ চলে। এতে এক থাই সৈন্য নিহত হয়।
রয়্যাল থাই আর্মি জানায়, সোমবার তারা থাই-কম্বোডিয়া সীমান্তের কাছে অস্ত্র পরিবহনের জন্য কম্বোডিয়া কর্তৃক নির্মিত একটি কেবল কার ধ্বংস করেছে। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে প্রাচীন খেমার মন্দির কমপ্লেক্স তা খোয়াই দুর্গের মাত্র কয়েক শ মিটার পশ্চিমে অবস্থিত ক্যাবল কারটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
মনোয়ারুল হক/
