কর্ণফুলীতে আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৮ ডিসেম্বর) : চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনির গোষ্ঠীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইদুজ্জামান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি ঘরে ছয়টি পরিবার বসবাস করতেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- মো. জসিম (৩৫), মো. হাসান (২২), আবুল কালাম (৪৫), আব্দুর রহমান (৪০), আবদুল কাদের (৩৮) ও জিয়াউর রহমান (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিমের টিনশেড বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি সেমিপাকা বাড়িতে লেগে সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

জসিম বলছেন, তার নগদ আড়াই লাখ টাকা ও ২–৩ ভরি স্বর্ণালংকারও পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, “খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ