দুই বছর এবং টানা ২০ ম্যাচ পর টস জিতল ভারত
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ ডিসেম্বর) : অবশেষে ওয়ানডেতে টস জয়ের স্বাদ পেল ভারত। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। এই নিয়ে দুই বছর এবং টানা ২০ ম্যাচ পর টস জিতল ভারত। ওয়ানডে ফরম্যাটে তারা সর্বশেষ টস জিতেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে।
টস জয়ের পর লোকেশ রাহুলের হাসি দেখেই বোঝা যাচ্ছিল, কতটা খুশি হয়েছেন তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল বলেন, ‘আমরা গতরাতে এখানে অনুশীলন করেছি। রায়পুর ও রাঁচির মতো বল ততটা দ্রুত আসেনি। উইকেটটাও ভালো মনে হচ্ছে। কন্ডিশন বিবেচনায় এবং আমাদের দল সাজানো আছে, আমরা খুব ভালোভাবেই খেলছি। মূল কৌশল ছিল নিজেদের দায়িত্বগুলো নিয়মিতভাবে করা এবং ধারাবাহিক থাকা।’
সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। ভারতের একাদশে আছে একটি পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় এসেছেন তিলক ভার্মা। অন্যদিকে প্রোটিয়া দলে দুটি পরিবর্তন। নান্দ্রে বার্গার ও টনি ডে জর্জি চোটের কারণে খেলতে পারছেন না। তাদের জায়গায় এসেছেন অটনিয়েল বার্টম্যান ও রায়ান রিকেলটন। টস হেরে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা অবশ্য বলেছেন, তিনিও টস জিতলে আগে বোলিং নিতেন।
ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।
দক্ষিণ আফ্রিকা: রায়ান রিকেলটন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো ইয়ানসেন, কর্বিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, বায়ার্টম্যান।
মনোয়ারুল হক/
