কনার নতুন ছবি ঘিরে জল্পনা, মেহেদি-আংটি নিয়ে রহস্য
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ ডিসেম্বর) : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব উপস্থিতি তার। ভক্ত-অনুরাগীদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন তিনি।
গত বুধবার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন গায়িকা, যা নতুন করে এক জল্পনা উসকে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সবুজ শাড়ি পরা কনার দুই হাতে সুন্দর করে মেহেদি লাগানো এবং খোঁপায় ফুল। ছবিটির ক্যাপশনে লিখেছেন, আমার হাতে মেহেন্দি। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘লাভ’ ইমোজি।
এর পরদিন আরও একটি ছবি প্রকাশ করেন কনা। তাতে দেখা যায়, মেহেদি রাঙা হাত, অনামিকায় আংটি। সে হাতটি ধরে রেখেছেন অন্য কেউ! এরপরই রহস্য ঘনীভূত হয়।
হঠাৎ মেহেদি-আংটি ঘিরে চর্চা শুরু, তবে কি কোনো সুখবর দিচ্ছেন গায়িকা? তার সেসব পোস্টে অনেকেই শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন।
এ বিষয়ে গণমাধ্যমকে কনা বলেন, এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।
গায়িকার কথায় কিন্তু রহস্য জিইয়ে রইল। এদিকে, সদ্যই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বিকেএসপির প্রথম থিম সং। যেখানে কণ্ঠ দিয়েছেন কনা।
মনোয়ারুল হক/
