রুটের ১২ বছরের অপেক্ষার অবসান

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ ডিসেম্বর) : জো রুট অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন। ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন ইংলিশ অধিনায়ক। অস্ট্রেলিয়ায় প্রথম সেঞ্চুরি পেতে রুটের লেগেছে ৪৩৯৬ দিন, ৩০ ইনিংস, ১৬ টেস্ট এবং দীর্ঘ ১২ বছর। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি। এর আগে, অস্ট্রেলিয়ায় ২৯ ইনিংসে তার সর্বোচ্চ ছিল ৮৯, কিন্তু সেই খরা শেষ হলো। এদিন রুটের ব্যাটে শুধু সেঞ্চুরি নয়, অস্ট্রেলিয়ায় এক হাজার রানও পূর্ণ হলো।

পার্থ টেস্টে ব্যর্থ হওয়ার পর রুটের অস্ট্রেলিয়ান সেঞ্চুরি নিয়ে বড় প্রশ্ন উঠেছিল, তবে ব্রিসবেনে এসে তিনি সেই প্রশ্নের জবাব দিলেন। তবে দিনের নায়ক একা রুট নন। অস্ট্রেলিয়ার গোলাপি বলের রাজা মিচেল স্টার্কও ছিলেন ভয়ংকর। তিনি একাই ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং-লাইনআপে হাহাকার সৃষ্টি করলেন। স্টার্ক বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস অ্যাটকিনসনকে ফেরালেন। এর মধ্য দিয়ে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ডও ছাপিয়ে গেলেন স্টার্ক।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩২৫ রান করে দিন শেষ করেছে। ২৬৪ রানে নবম উইকেট হারানোর পর শেষ উইকেট জুটিতে ৬১ রান তুলেছে দলটি। জফরা আর্চার অপরাজিত আছেন ৩২ রানে, আর সেঞ্চুরিয়ান রুট অপরাজিত ১৩৫ রানে।

দিনটি তাই রুটের জন্য স্মরণীয়, স্টার্কের জন্যও এবং পুরো ক্রিকেটপ্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ