খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ ডিসেম্বর) : এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটেই (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে। টানা এক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালের সিসিইউতেই আছেন। শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি না হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া যাচ্ছে না। এ অবস্থায় গতকাল ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ জানিয়েছেন এসব তথ্য।
এদিকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গতকাল সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে বিএনপি নেত্রীর চিকিৎসার খোঁজ–খবর নেন প্রধান উপদেষ্টা। এ সময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধান উপদেষ্টা। তার সুস্থতা কামনায় তিনি দোয়া করেন। পরে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন ডা. জাফর ইকবাল। প্রধান উপদেষ্টা হাসপাতালটিতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এরপর তার গাড়িবহর সেখান থেকে বের হয়ে যায়।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি আগের মতোই আছেন। উন্নতি বা অবনতি এখন কোনোটাই বলা যাচ্ছে না।’
মেডিকেল বোর্ডের আরেক চিকিৎসক বলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। তিনি কিছুটা রেসপন্স করছেন। হাসপাতালের চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না।’
তিনি জানান, প্রতি রাতেই দেড়-দুই ঘণ্টা বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হন। তাদের অধীনে খালেদা জিয়া লন্ডনে মাসব্যাপী চিকিৎসা নিয়েছেন। ভার্চুয়ালি যুক্ত থাকেন তার ছেলে তারেক রহমান ও ছেলের বউ ডা. জুবাইদা রহমানও। বৈঠকের পর নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত হয়। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হয়। এভাবেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা। আশানুরূপ উন্নতি না হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গত বুধবার দুপুরে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পরে তার একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ম্যাডাম (ফরিদা আখতার) বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। উনি সিসিইউর ভেতরে গিয়েছিলেন। উনার ডাকে বিএনপি চেয়ারপারসন সাড়া দিয়েছেন। ইশারায় সালামের জবাব দিয়েছেন।
তিনি জানান, বুধবার বেলা ১টা ৩৮ মিনিটে খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি বের হয়ে আসেন।
যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায়
এদিকে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসেছেন। গতকাল বুধবার সকাল ১০টা ২০ মিনিটে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ এই চিকিৎসক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে।
ডা. রিচার্ড বিল ও তার মেডিকেল প্রতিনিধি ঢাকায় নেমে প্রথমে একটি হোটেলে যান। পরে তারা দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের যুক্ত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।
হাসপাতাল ও দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিদেশি বিশেষজ্ঞদের আগমন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে লন্ডনে বা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। সে দিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরপর ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। এভারকেয়ার হাসপাতাল বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে বলেও জানান ডা. জাহিদ হোসেন।
মনোয়ারুল হক/
