শেষ মুহূর্তের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর) : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর ‍মুখোমুখি হয়েছিল ব্রাজিল। উত্তেজনায় টাসা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই দল। তবে শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ব্রাজিল। এই ম্যাচে তাদের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল।

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো। জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।

অন্যদিকে এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রথম সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সেমিফাইনালে ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই যেমন জমবে, তেমনি ব্রাজিল–পর্তুগালের সেমিফাইনালও হতে যাচ্ছে তরুণ প্রতিভায় ভরা এক রোমাঞ্চকর যুদ্ধ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ