ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর) : এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ।
কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাবে ভারতও নাটকীয়ভাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে ২ বল খেলে ভারত কোনো রান যোগ করার আগেই গুটিয়ে যায়।
১ ওভারের লড়াইয়ে ১ রানের সহজ লক্ষ্য তাড়ায়ও চাপে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই ছক্কা মারার চেষ্টায় কাটা পড়েন ইয়াসির আলি। তবে সুইয়াশ শর্মা পরের বলে ওয়াইড দিলে জয় নিশ্চিত হয় আকবর আলীর দলের।
মনোয়ারুল হক/
