সাতকানিয়ায় সেনাবাহিনীর কম্বল বিতরণ
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৫ ডিসেম্বর) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চার শতাধিক শীতার্ত ও দুস্থকে কম্বল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিতদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সার্জেন্ট মাহফুজ আলম ও ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয় ইউপি সদস্যরা।
কম্বল পেয়ে প্রতিবন্ধী ফোরক মিয়া বলেন, প্রচণ্ড শীতে যখন পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছিল, তখন সেনাবাহিনীর এ সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।
ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, প্রতিবছর শীত মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতের প্রকোপ বেশি দেখা দেয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। এ পরিস্থিতিতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
মনোয়ারুল হক/
