তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (২৮ জানুয়ারি) : ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেন এক তরুণী।

ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় গাড়ি থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় গাড়ির দরজা খুলে ওই তরুণীর সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানকে ওই তরুণী বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে আপনার সঙ্গে দেখা করার। আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ওই তরুণীর নাম রেয়ান। তিনি ময়মনসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের ভাতিজি এবং এবি সিদ্দিক সোহেলের মেয়ে। রাজনীতির পরিবারে বড় হলেও, তারেক রহমানের সঙ্গে দেখা করার এই মুহূর্তটি ছিল তার পুরোপুরি ব্যক্তিগত।

কথা-বার্তা শেষ করে গাড়ি আবার চলতে শুরু করে। এরআগে রেয়ানের হাতে থাকা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটি তারেক রহমানের হাতে তুলে দেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ