শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৪ জানুয়ারি) : মাগুরার শ্রীপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৪টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীপুর থানাধীন ৭নং সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাগুরা আর্মি ক্যাম্পের মেজর মোহাম্মদ শরিফুল আহসান, পিএসসি।
অভিযানে প্রথম অভিযুক্ত মোঃ রাজিব মন্ডল (৩০), পিতা: মতিয়ার মন্ডল, গ্রাম: সোনাইকুন্ডি, পোস্ট: বাখেরা, থানা: শ্রীপুর, জেলা: মাগুরা—এর বসতবাড়ি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (সিলভার রঙ), তিনটি ককটেল (লাল রঙের টেপ দিয়ে প্যাঁচানো) এবং চার পিস ইয়াবা (সিগারেটের কাগজে মোড়ানো) উদ্ধার করা হয়।
পরবর্তীতে দ্বিতীয় অভিযুক্ত মোঃ লিটন শেখ (৪৩), পিতা: তাছির শেখ, গ্রাম: সোনাইকুন্ডি, পোস্ট: বাখেরা, থানা: শ্রীপুর, জেলা: মাগুরা—এর কাছ থেকে কাঠের বাটসহ একটি দেশীয় রামদা, কাঠের বাটসহ একটি চাপাতি, একটি লোহার পাইপ (এক মাথায় সাইকেলের চেইন স্পকেট লাগানো—চাইনিজ কুড়াল আকৃতির) এবং দুটি পুরাতন বেতের ঢাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত শ্রীপুর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ তারিক আজিজ জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত আলামত শ্রীপুর থানার মালখানায় সংরক্ষিত এবং আসামিদ্বয় থানা হাজতে রয়েছেন।
শ্রীপুর থানার ওসি মোঃ শাহিন মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মনোয়ারুল হক/
