বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শ্রীপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২ জানুয়ারি) : মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার দুপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহম্মেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন এবং সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন; উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্লা খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার সহেব আলী ও মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে জেলা, উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মনোয়ারুল হক/
