মাগুরায় অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর,মাগুরা), এবিসিনিউজবিডি, (৭ জানুয়ারি) : মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ১১টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ২৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত এসব ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে মোট ২৫,১০,০০০ (পঁচিশ লক্ষ দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।

অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ