কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ১
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৭ ডিসেম্বর) : কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহেদ হোসেন নামে জাহাজের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে আগুনের সূত্রপাত।
আগুনে জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে এবং এটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।
তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে জাহাজে আগুন লাগে। আগুন লাগার পরপরই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় কোস্টগার্ড এবং দমকল বাহিনীর কর্মীরা। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনলেও জাহাজের অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এ ঘটনায় জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাইয়ের প্রস্তুতির সময় জাহাজটি ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থান করছিল। এ সময় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। তাৎক্ষণিক জাহাজের নাবিকসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মনোয়ারুল হক/
