ভোটার হতে দুপুরে ইসিতে যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ ডিসেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসির কর্মকর্তারা জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তারেক রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
সব আনুষ্ঠানিকতা শেষে তাকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হবে।
নির্বাচন কমিশন জানায়, ভোটার হতে আইনি কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার করতে পারে।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। ভোটার হিসেবে নিবন্ধনের মাধ্যমে তিনি দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন।
এদিকে তারেক রহমানের ইসিতে যাওয়াকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মনোয়ারুল হক/
