শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ ডিসেম্বর) : আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সুদানের ‘আবেই’ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্বরতদের ওপর ওই সশস্ত্র হামলা হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ওই শান্তিরক্ষীরা হতাহতের শিকার হয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, উক্ত এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।

আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।

সেনাবাহিনীর ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সুদানে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মধ্যে গত দেড় বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ