ভোটার হলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (২৭ ডিসেম্বর) : ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে পৌঁছে ভোটার তালিকায় নাম লেখানো, আইরিশের প্রতিচ্ছবি, আঙ্গুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য দেন তিনি।
এরপর তার এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানান এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যে কোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইতোমধ্যে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।
এর আগে জানা গেছে, ঢাকা-১৭ আসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারও সঙ্গে ম্যাচ করে কি-না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।’
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে নির্বাচন কমিশনে পৌঁছান তিনি।
মনোয়ারুল হক/
