রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৬ বসতঘর, নারী ও শিশুসহ নিহত ২

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি কাঁচা বসতঘর।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদিরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং সুমনের মেয়ে জান্নাত (৫)।

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডের সময় তারা ঘরের ভেতরে আটকা পড়ায় প্রাণে রক্ষা পাননি।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, সকাল ৮টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। টানা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৯টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মন্নান। আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মেদ, সঞ্জিত, এসকান্দার ও সিরিন আক্তারের মালিকানাধীন বিভিন্ন পরিমাপের ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হয়েছে।

এ ঘটনায় আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। তবে সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় আশপাশের বসতঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ