প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বুধবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনটি ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হলেও তা প্রকাশ হয় ২৪ ডিসেম্বর।
আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
এতে আরও বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
মনোয়ারুল হক/
