ভারতে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব দূতাবাস এবং কনস্যুলেটগুলো বুধবার (২৪ ডিসেম্বর) থেকে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে, নিয়মিত কনস্যুলার পরিষেবা পাওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশ অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্য হিন্দুস্তান টাই্মসের খবর।

এর ফলে ভারত জুড়ে যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইকরণ এবং অন্যান্য অ-জরুরি কার্যক্রমসহ নিয়মিত কনস্যুলার পরিষেবাগুলো বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিসমাসের আগের দিন এবং ক্রিসমাসের পরের দিন বেশিরভাগ ফেডারেল কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করে একটি নির্বাহী আদেশ জারি করার কয়েকদিন পরেই বন্ধের ঘোষণা দেয়া হল।

এদিকে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, ‘প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার অনুসারে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলো বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ থেকে শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ডিসেম্বর, ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই ২৬ ডিসেম্বর থেকে কনস্যুলেট পরিষেবা পুনরায় চালু হবে। আরও জানানো হয়, নির্বাহী আদেশ অনুসারে, ফেডারেল সরকারের সমস্ত নির্বাহী বিভাগ এবং সংস্থা ২৪ এবং ২৬ ডিসেম্বর বন্ধ থাকবে এবং তাদের কর্মীরা ছুটি ভোগ করতে পারবেন।

তারপরও আদেশে আরও বলা হয়েছে যে, নির্বাহী বিভাগের প্রধানরা নির্দিষ্ট কিছু অফিস এবং ভবন নির্ধারণ করতে পারেন যেগুলো জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বা অন্যান্য জনসাধারণের প্রয়োজনের কারণে খোলা রাখতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ