বেনাপোল দিয়ে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
নিজস্ব প্রতিবেদক (যশোর), এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ও শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ দুদিন সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সঙ্গে বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় পণ্য খালাস ট্রাকগুলো নিজ দেশে ফেরত যেতে পারবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বড়দিনে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
মনোয়ারুল হক/
