দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, বইছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ ডিসেম্বর) : যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমের প্রথম এই মৃদু শৈত্যপ্রবাহে যশোর অঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় ঘরের বাইরে থাকা দুষ্কর হয়ে পড়েছে।
তবে সকাল ৯টার দিকে সূর্য ওঠার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে।
শৈতপ্রবাহের কারণে শহরাঞ্চলে সন্ধ্যার পরপরই বেশিরভাগ মানুষ বাড়িতে চলে যাচ্ছেন। মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। শ্রমজীবী মানুষ ভোরে কাজে বের হতে না পারলেও সূর্যের আলো দৃশ্যমান হওয়ার পর শহরে বের হচ্ছেন।
জেলা শহরের লালদীঘী পাড়ে প্রতিদিন ভোরে তিন থেকে চার শ’ মানুষ শ্রম বিক্রির জন্য জড়ো হয়ে থাকেন। কিন্তু প্রচণ্ড শীতের কারণে সেই সংখ্যা এখন অর্ধেকে নেমেছে।
মনোয়ারুল হক/
