সক্রিয় রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন কাজী কামাল
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২৭ ডিসেম্বর): মাগুরা–২ আসনের আলোচিত রাজনৈতিক নেতা কাজী সালিমুল হক কামাল সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ আবেগঘন স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।
স্ট্যাটাসে কাজী কামাল জানান, ২০০৮ সালের পর দীর্ঘদিন তিনি রাজনীতির বাইরে ছিলেন। ২০১৭ সালে একটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় তাকে। দীর্ঘ প্রায় সাত বছর কারাবাস শেষে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অসুস্থ শরীরে তিনি কারাগার থেকে মুক্তি পান।
মুক্তির দিন মাগুরাবাসীর ভালোবাসা ও আবেগ তাকে গভীরভাবে নাড়া দেয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে ত্যাগী নেতাকর্মীরা যে নির্যাতন, মামলা ও জেল সহ্য করে দলের পতাকা আগলে রেখেছেন, তা তিনি প্রত্যক্ষ করেছেন।
সম্প্রতি মাগুরা–২ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা প্রসঙ্গে কাজী কামাল স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের বিপুল সংখ্যাগরিষ্ঠ মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা চরমভাবে অবহেলিত ও বঞ্চিত বোধ করছেন।
তিনি দাবি করেন, ৫১৩ জন দায়িত্বশীল নেতার মধ্যে ৫০১ জন, ১৯টি ইউনিয়নের ১৮ জন সাবেক চেয়ারম্যান এবং দুইজন সাবেক উপজেলা চেয়ারম্যান লিখিতভাবে আপত্তি জানালেও দলের হাইকমান্ড তাদের কথা শোনেনি। এই সিদ্ধান্তের ফলে দলের আদর্শিক ভিত দুর্বল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কাজী কামাল আরও বলেন, তৃণমূলই দলের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে দল ভেতর থেকে ক্ষয়ে যায়। বিতর্কিতদের পুনর্বাসন ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন ভবিষ্যতে দলকে বড় সংকটে ফেলতে পারে।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, আড়পাড়ার প্রতিবাদ সভায় তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, দলের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। তাকে নয়, তৃণমূল গ্রহণযোগ্য অন্য কাউকে প্রার্থী করলেও তা মেনে নেওয়ার কথা বলেন তিনি।
পরিবারের কষ্টের কথা উল্লেখ করে কাজী কামাল জানান, দীর্ঘ সাত বছরের কারাবাসে তার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের একান্ত অনুরোধেই তিনি আর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার এবং সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “তারুণ্যের জয় হোক, আপনারা এগিয়ে যান। তবে মনে রাখবেন—কর্মীদের চোখের পানি কখনো দলের জন্য কল্যাণ বয়ে আনে না।”
কাজী কামালের এই ঘোষণায় মাগুরা–২ আসনের রাজনীতিতে নতুন আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মনোয়ারুল হক/
