জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩১ ডিসেম্বর) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার জানাজা স্থলে উপস্থিত হন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র পরিণত হয়েছে। সেখানে জড়ো হয়েছে কয়েক লাখ মানুষ।
ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। কিছু সময়ের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ।
মঙ্গলবার সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মনোয়ারুল হক/
