মদিনায় বাস-ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ নভেম্বর) : সৌদি আরবের মদিনার কাছে ওমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে আগুনে পুড়ে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪২ জন  ভারতীয় নাগরিক।

জানা গেছে, বাসটি মক্কা থেকে ভারতীয় সময় রাত ১.৩০ নাগাদ মদিনার দিকে যাচ্ছিল। বাসে থাকা বেশিরভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যখন মুফরিহাটের কাছে ছিল তখন এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের এই দলটি তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করে মক্কা থেকে মদিনার দিকে ফিরছিল বলে জানা গেছে।

গাল্ফ নিউজের এক প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে, এর ফলে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় তাদের পালানোর সুযোগ খুব কম ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে, যদিও কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি যাচাই করছে।

উদ্ধারকারী দল জানিয়েছে যে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে গেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা আশংকাজনক।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ