তাইওয়ান ইস্যূ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন চীন-জাপানের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ নভেম্বর) : তাইওয়ান-চীন উত্তেজনাকে কেন্দ্র করে চীনের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়েছে জাপানের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চীনের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে বেইজিংয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠাচ্ছে টোকিও।

পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে আগে থেকেই কিছুটা বিরোধ থাকলেও তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এই বিরোধ এখন চূড়ান্ত মাত্রায় পোঁছে যাচ্ছে। এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ।

বেইজিং তাইওয়ানকে নিজের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করে এবং তাইওয়ানকে নিজেদের ভূখন্ডের সঙ্গে একীভূত করতে চায়।পাশাপাশি প্রয়োজনে বল প্রয়োগ করার সব ধরণের পথও খোলা রেখেছে।

কিন্তু তাইওয়ান নিজেদেরকে একটি পৃথক রাষ্ট্র মনে করে। চীনের সার্বভৌমত্ব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে।

এদিকে, জাপানের সীমানা থেকে দ্বীপটি মাত্র ১১০ কিলোমিটার দূরে। এর উত্তর-পশ্চিমে চীনের মূল ভূখণ্ড, উত্তর-পূর্বে জাপান এবং দক্ষিণে ফিলিপাইন অবস্থিত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ