আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়েছে জনগণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উলটো জনগণকে লকডাউন দিচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ভিডিও কনটেন্ট উদ্‌বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণ যে টাকা সঞ্চয় করে— পোস্ট অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান—সেই সমস্ত প্রতিষ্ঠানের কোশাগার লুট করেছিল পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতু, মেট্রো রেলও ফ্লাইওভারের নামে। ১০০ টাকা নিয়ে ২ টাকা খরচ করেছেন, আর ৯৮ টাকা আত্মসাৎ করেছেন। আজকে এটা প্রমাণিত।

তিনি বলেন, বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ‘লকডাউন’ দেয় করোনা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে— যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।

রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগুপ্ত আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দুই-তিন দিন ধরে দেখছি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ