কলকাতার সিনেমায় নওশাবার অভিষেক

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৮ সেপ্টেম্বর) : বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হলো তার। কলকাতার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত ২৬ সেপ্টেম্ব কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে  নওশাবা অভিনীত সিনেমা ‘যত কাণ্ড কলকাতায়’। এই ছবির প্রধাণ নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নির্মাতা অনীক দত্তের হাত ধরেই টালিউডে অভিষেক ঘটল নওশাবার। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক বাংলাদেশী মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।

প্রথম টালিউড সিনেমা মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার আবেগ প্রকাশ করে বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

মুক্তির সময় উপস্থিত না থাকায় কিছুটা মন খারাপ এই অভিনেত্রীর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভিসা জটিলতার জন্যই তো যেতে পারলাম না। সত্যি খুব খারাপ লাগছে। প্রিমিয়ার শোতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। কলকাতার অনেক গুণীজন ছবিটি দেখেছেন প্রিমিয়ারে। একসঙ্গে ছবিটি দেখা, তাদের পরামর্শ নেয়া- সবটাই তো মিস হয়ে গেলো।’

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ