রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির নির্বাচনি সংলাপ চলছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে শুরু হলো দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনি সংলাপ।
রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনের ৫ম তলার সম্মেলন কক্ষে সকাল ১০টায় এই নির্বাচনি সংলাপ শুরু হয়। আজ প্রথম দিন ১২টি নিবন্ধিত দল সকাল ও বিকেলে দুটি ধাপে নির্বাচনি সংলাপে অংশ নেবে।
এ পর্যায়ে সকাল ১০টা থেকে চলছে প্রথম ধাপের সংলাপ। অংশ নিয়েছেন ৬টি দলের প্রতিনিধিরা। দলগুলো হলো- লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের। এ ধাপের সংলাপ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এরপর দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবেন-
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলের প্রতিনিধিরা।
ইসি সূত্র জানায়, সংলাপের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি এবং সুষ্ঠু নির্বাচনের অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় হবে। কেবল নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ ছাড়া বাকি ৫৩ দল ইসির এই সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবে।
এদিকে গতকাল বুধবার গণঅধিকার পরিষদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিতে দাবি জানিয়েছে, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, ইসিকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ইসির সংলাপ কার্যক্রম চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। দেশে বর্তমানে ৫৩টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হওয়ার কথা। গত ২৮ নভেম্বর শুরু হয় ইসির এই নির্বাচনি সংলাপ। সে সময় সুশীল সমাজ ও বুদ্ধিজীবী, নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করেছে সংস্থাটি। এবার শেষ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করছে ইসি।
ইসি জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই নির্বাচন আয়োজনের জন্য তাদের সর্বাত্মক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
