বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীর ১ম পর্যায়ের সেমিনার শেষ হলো
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার প্রথম পর্যায়ের সেমিনার শেষ হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ে ওই সেমিনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে এই সেমিনারটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাপনী অনুষ্ঠানে কারিগরি অধিবেশন এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তিগত অগ্রগতি, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান খাতে ‘সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল’ ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়।
পাশাপাশি সামরিক কার্যক্রমে জ্বালানি স্থিতিস্থাপকতা সংযোজনের কৌশল ও পরিবেশবান্ধব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।