এশিয়া কাপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৪ সেপ্টেম্বর) : জয়ের লক্ষ্য ছিল ১৩৪ রান, যা তাড়ায় বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪৫। চোখের পলকেই তাদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫৭ রান। মঙ্গলবার আবুধাবিতে ব্যাটিংয়ে আশ্চর্যপতনের ধাক্কা সামলে নেন হোসেন তালাত এবং মোহাম্মদ নওয়াজ। তাদের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান জয় তুলে নেয় ৫ উইকেট ব্যবধানে। এই পরাজয়ে টুর্নামেন্ট প্রায় শেষের পথে লঙ্কানদের। অপরদিকে সুপার ফোরে জয়ের খাতা খুলে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে মড়ক লেগেছিল শুরু থেকেই। নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানরা ১৩৩ রানে পৌছাতে পারে কামিন্দু মেন্ডিসের কল্যানে। ৪৪ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। বাকিদের মধ্যে কেউ ২০ রানের কোটা পেরুতে পারেননি। লঙ্কানদের সর্বনাশের নেপথ্যে শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন পাকিস্তানি পেসার। হারিস রউফ এবং হোসেন তালাত পান ২টি করে উইকেট, আবরার আহমেদ ১টি।
দারুণ বোলিং প্রদর্শণীর পর ব্যাটিংয়ে চলছিল শাহিবজাদা ফারহান এবং ফখর জামান শো। সেটা বন্ধ করেন থিকসানা। পাওয়ারপ্লের শেষ ওভারে দুইজনকেই মাঠছাড়া করেন লঙ্কান স্পিনার। ফারহান ২৪ এবং ফখর ১৭ রান করে মাঠ ছাড়েন। হাসারাঙ্গা পর পর দুই ওভারে সাইম আইয়ুব (২) এবং সালমানকে (৫) আউট করেন। মোহাম্মদ হারিসকে (১৩) শিকার বানান চামিরা। এরপরই তালাত (৩২*) এবং নওয়াজের (৩৮*) ব্যাটে নিশ্চুপ হয়ে যায় লঙ্কান শিবির।