তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর) : তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা বিজয়ীদের অভিননন্দন জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুরা নিজেদের নতুন করে আবিস্কারের সুযোগ পায়। তবে বিভিন্ন ধারণার আরও নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন ধরনের ব্যবসা, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরিসহ নানা প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ ঘটবে। প্রতিটি শিশুর নানা প্রতিভা আছে। এসব প্রতিভা বের করে আনার সুযোগ তৈরি করতে হবে।

পরে প্রধান উপদেষ্টা নতুন কুঁড়িরমত অন্য প্রতিযোগিতায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু-কিশোর অংশগ্রহণ করেছিলেন। তারা নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিযোগিতা করেন।

প্রতিযোগিতায় আঞ্চলিক, বিভাগীয় ও চূড়ান্ত বাছাই হয়। সেরা দশ ও ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।

নতুন কুঁড়ি ১৯৭৬ সালে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো হিসেবে বিটিভির উদ্যোগে শুরু হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ