উড্ডয়নের পরই বিকট শব্দ, আছড়ে পড়া বিমানের ২০ সেনাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর) : জর্জিয়ায় বিধ্বস্ত হওয়া তুরস্কের সামরিক কার্গো বিমানটিতে থাকা ২০ জন সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন। বিমানটি আজারবাইজান থেকে  উড্ডয়ন করেছিল।

মঙ্গলবার জর্জিয়ার কাখেতি অঞ্চলের সিঘনাঘি মিউনিসিপ্যালিটিতে তুর্কি সি–১৩০ সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বিধ্বস্ত বিমানে কমপক্ষে ২০ জন তুর্কি সেনা সদস্য আছেন।

প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। টিলাজুড়ে ঘাসের ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল, কিছু অংশে তখনো আগুন জ্বলছিল এবং ধোঁয়া উড়ছিল।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্স-পোস্ট বলেছেন, ‘আমাদের বীর সহযোদ্ধারা শহীদ হয়েছেন, যখন আজারবাইজান থেকে দেশে আসার পথে আমাদের সি-১৩০ সামরিক কার্গো বিমানটি জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়।’ তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ